চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে জায়গা পেলেন যারা
গেল শনিবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ১৪তম শিরোপা জয় করে সান্তিয়াগো বার্নাব্যুতে চলছে উৎসব। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ সাজিয়েছে উয়েফা।
মঙ্গলবার ঘোষিত এই একাদশে জায়গা পেলেন না মেসি ও রোনালদো অন্যদিকে রিয়াল-লিভারপুলে জয়জয়কার। আধিপত্য দুই ফাইনালিস্টেরই। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের চারজন জায়গা করে নিয়েছে এই একাদশে।
চেলসি, ম্যানসিটি ও পিএসজির হয়ে জায়গা পেয়েছেন একজন করে। গোলরক্ষক হিসেবে আছেন ফাইনালে ম্যাজিক্যাল পারফরম্যান্স করা থিবা কোর্তোয়া।
চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ :
থিবো কোর্তোয়া (গোলরক্ষক, রিয়াল মাদ্রিদ), অ্যালেক্সান্ডার আরনল্ড (লিভারপুল), অ্যান্টনিও রুডিগার (চেলসি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্ডি রবার্টসন (লিভারপুল), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), ফ্যাবিনহো (লিভারপুল), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (প্যারিস সেইন্ট জার্মেই), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।