চার ঘন্টা ১২ মিনিটের লড়াইয়ে জোকোভিচকে হারিয়ে সেমিতে নাদাল
ফিট নয়, বিশ্বের এক নম্বর তারকার সাথে পেরে উঠবেন? কিন্তু না, নিজেকে উজাড় করে দিয়ে খেললেন এবং জিতলেন। বলছিলাম রাফায়েল নাদালের কথ। মঙ্গলবার ফরাসি ওপেনের বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন রাফায়েল নাদাল। চার ঘণ্টা ১২ মিনিটের লড়াই শেষে নাদাল জিতলেন ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) ব্যবধানে।
অন্যতম সেরা এই দুই টেনিস তারকার লড়াই দেখতে রোলা গাঁরোতে নজর ছিল পুরো বিশ্বের। প্রথম সেটে নাদাল কোনও পাত্তায় দেননি জোকোভিচকে। ৬-২ ব্যবধানে সার্বিয়ান টেনিস তারকার বিরুদ্ধে প্রথম সেট জেতেন তিনি।
দ্বিতীয় সেটে নাদাল একটা সময় এগিয়েছিলেন ৩-০ ব্যবধানে। সেই সেটে চতুর্থ গেমটি জিতে নেন জোকোভিচ। এরপর জোকোভিচ ম্যাচে ফিরতে শুরু করলেন। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে হুঙ্কার দিলেন জোকোভিচ। সেমিতে কি জোকোভিচই উঠবেন?
তৃতীয় সেটেই নাদাল ফিরে আসলেন। ৪১ মিনিট লড়াই করে জিতে যান নাদাল। তারপর শুরু নাদালের দাপট। কোর্টের মাঝখানে দাঁড়িয়ে জোকোভিচকে এ প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ালেন তিনি। আর সেই ফাঁদে পা দিলেন জোকো। দৌড়তে গিয়ে আটকে গেল পা।
চতুর্থ সেটের খেলায় শুরুতেই ৩-০ এগিয়ে গেলেন সার্বিয়ান তারকা। সেখান থেকে ধীরে ধীরে ম্যাচে ফিরলেন নাদাল। সমতা ফেরালেন ম্যাচ। ৫-৫ থেকে ৬-৬। ম্যাচ গড়াল টাইব্রেকারে। চার ঘণ্টা ১২ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে ৪-৭ ব্যবধানে হারতেই সেমি ফাইনালে জায়গা করে নিলেন নাদাল।
১৪তম ট্রফি জয়ের লক্ষ্যে ফাইনালে নামবেন রাফায়েল নাদাল।