রবিবার এক আইপিএলের ফাইনালের আগে শনিবার হয়ে গেল আরেক আইপিএলের ফাইনাল। নারীদের এই আইপিএলে চ্যাম্পিয়ন হল হরমনপ্রীত কউরের সুপারনোভা। ভেলোসিটিকে হারিয়ে নারী আইপিএলে শিরোপা জয়ের হ্যাটট্রিক করল সুপারনোভা।
শনিবার পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে ফাইনালে টসে জিতে সুপারনোভাকে ব্যাটিংয়ে পাঠায় ভেলোসিটি অধিনায়ক দীপ্তি। ৭ উইকেটে উইকেটে ১৬৫ রানের পুঁজি পায় সুপারনোভা৷ কিন্তু ব্যাট করতে নেমে মাত্র চার রানে হারে শিরোপা খোয়াল ভেলোসিটি।
ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন সুপারনোভাজের দুই ওপেনার প্রিয়া পুনিয়া ও ডিয়ান্ড্রা ডটিন। প্রিয়া ২৮ রান করে আউট হলেও ডটিন খেলতে থাকেন সাচ্ছন্দ্যে। অর্ধশতরান করেন ডটিন। ৪৩ রান করে আউট হন অধিনায়ক হরমনপ্রীত। এই দু’জন আউট হওয়ার পরেই ধ্বস নামে সুপারনোভাজের ইনিংসে। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৫ রান করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ভেলোসিটি। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ইনিংসের হাল ধরেন লরা উলভার্ট। দক্ষিণ আফ্রিকান উলভার্ট এক দিকে থাকলেও অন্য দিক থেকে উইকেটের মিছিল চলছিল। শেষ দিকে কেট ক্রস ও সিমরন বাহাদুর তাঁকে কিছুটা সঙ্গ দেন।
শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল। শেষ পর্যন্ত একাই লড়াই করেও দলকে জেতাতে পারলেন না লরা উলভার্ট। চার রানে ম্যাচ জেতে সুপারনোভাজ। ৬৫ রান করে অপরাজিত থেকে যান উলভার্ট।