ফ্রেঞ্চ ওপেনে শেষ ষোলোয় নাদাল-জোকোভিচ
ফ্রেঞ্চ ওপেনে একেবারে হেসেখেলেই শেষ ষোলোর টিকেট কাটলেন ক্লে-কোর্টের অবিসংবাদিত রাজা রাফায়েল নাদাল এবং বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।
আসরের তৃতীয় রাউন্ডে স্প্যানিশ তারকা নাদাল হারান নেদারল্যান্ডসের বোটিক ফন ডি জানডস্চাল্পকে। অন্য ম্যাচে স্লোভেনিয়ার আলজাজ বেদেনেকে হারানা বিশ্বের নাম্বার ওয়ান জোকার। যার ফলে আসরে প্রথম তিন রাউন্ডে সরাসরি সেটে জিতে শেষ ষোলোয় পৌঁছে গেছেন এই দুই টেনিস মহারথী।
শুক্রবার তৃতীয় রাউন্ডে রোঁলা গাঁরোয় দাপট দেখিয়ে ৬-৩, ৬-২ ও ৬-৪ সেটে জয় পান রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে রেকর্ড ২১টি গ্র্যান্ড স্ল্যামজয়ী খেলবেন কানাডার ফেলিক্স আগুয়ের আলিয়াসিমের বিরুদ্ধে। অপরদিকে স্লোভেনিয়ার আলজাজ বেদেনেকে ৬-৩, ৬-৩ ও ৬-২ গেমে পরাজিত করে টানা দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেনের উদ্দেশ্যে আরেক পা এগিয়েছেন সার্বিয়ান জোকোভিচ।
এদিকে ছেলেদের এককে ফেবারিটদের জয়রথ চললেও মেয়েদের এককে ঘটছে একের পর এক অঘটন। তৃতীয় রাউন্ড শেষের আগেই শীর্ষ দশ বাছাইয়ের ছয়জনই ইতিমধ্যে বিদায় নিয়েছেন আসর থেকে। যার মধ্যে গতবারের চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা এবার কিনা বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই।