ছয় ব্যাটারের শূন্য রানের পরও এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহের বিশ্বরেকর্ড টাইগারদের
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার সিরিজে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়েছে টাইগার ব্যাটাররা। স্কোরবোর্ডে মাত্র ২৪ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারায় টাইগাররা।
ইনিংসের প্রথম ওভারে কাসুন রাজিথার ফুল লেন্থের বল শূন্যতে ফিরলেন জয়। জয়ের ধাক্কা না সামলাতেই শূন্য রানে সাজ ঘরে ফিরলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ছয়ে নামা সাকিব আল হাসান এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরেন প্রথম বলেই।
এ তিনজনের পর আজ ম্যাচের দ্বিতীয় দিন শূন্য রানে আউট হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, খালেদ আহমেদ ও এবাদত হোসেন। সবমিলিয়ে একাদশের ছয় ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে। এর আগে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে ছয় ব্যাটারের শূন্য রানে অলআউট হওয়ার নজির রয়েছে বাংলাদেশের।
লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত সবমিলিয়ে মোট ছয়বার একই ইনিংসে ছয় ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা ঘটেছে। যেখানে একমাত্র দল হিসেবে দুইবার এ বিব্রতকর ঘটনার জন্ম দিয়েছে বাংলাদেশ দল। তবে এই লজ্জার রেকর্ডের সঙ্গে আরও একটি বিশ্বরেকর্ডও গড়েছে টাইগাররা।
একাদশের ছয় ব্যাটার শূন্য রানে আউট হলেও লিটন দাসের ১৪১ রানের দুর্দান্ত ইনিংসের সাথে মুশফিকুর রহিমের অপরাজিত ১৭৫ রানের সুবাদে প্রথম ইনিংসে বাংলাদেশ থামে ৩৬৫ রানে। যার ফলে ছয় শূন্যের পরও এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ দল।
এর আগে টেস্ট ক্রিকেটের এক ইনিংস ছয় ডাকের পর এতো রান করতে পারেনি আর কোনো দল। ইনিংসে ছয় ডাকের পর পাকিস্তান ১২৮, দক্ষিণ আফ্রিকা ১০৫, বাংলাদেশ ৮৭, ভারত ১৫২ ও নিউজিল্যান্ড গুটিয়ে গিয়েছিল মাত্র ৯০ রানে।