অস্ট্রেলিয়ার সহকারী কোচ হচ্ছেন ভেট্টোরি
অস্ট্রেলিয়ার সহকারী কোচ হচ্ছেন সাকিব-মিরাজদের সাবেক বোলিং গুরু ড্যানিয়েল ভেট্টোরি। জাস্টিন ল্যাঙ্গারের বিদায়ের পর গত এপ্রিলে প্রধান কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে নিয়োগ দেওয়ার পর এবার সহকারী কোচ হিসেবে ভেট্টোরিকে নিয়োগ দিয়েছে অজি ক্রিকেট বোর্ড।
আগামী জুনে শ্রীলঙ্কা টেস্ট সিরিজের মধ্যে দিয়ে পূর্ণ মেয়াদে সহকারী কোচ হিসেবে অজিদের কোচিং বহরে যুক্ত হবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। এর আগে গত পাকিস্তান সফরে অজিদের সাদা বলের ফরম্যাটে অস্থায়ী স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভেট্টোরি।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর ড্যানিয়েল ভেট্টোরি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল বার্বাডোজ রয়্যালস, বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন ৪৩ বর্ষী এই বাঁহাতি স্পিনার।