তিন দশকের পুরোনো রোড রেজ মামলায় কংগ্রেস নেতা ও সাবেক তারকা ক্রিকেটার নভোজিৎ সিং সিধুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। নির্বাচনে হারের মাসখানেক পর এই রায় এই ক্রিকেটার-রাজনীতিবিদের জন্য বড় ধাক্কা।
১৯৮৮ সালে ক্রিকেট ক্যারিয়ারের পিক টাইমে পার্কিং স্পটে পাতিয়ালার বাসিন্দা গুরনামের সঙ্গে সিধুর তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সিধু ও তার সহযোগী রুপিন্দর সিং সান্ধু গুরনামকে তার গাড়ি থেকে টেনে বের করে মারতে থাকে। পরবর্তীতে এই মারের আঘাতে মৃত্যুবরণ করেন গুরনাম নামের সেই ব্যক্তি। পরে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হলে মামলা হয় সিধুর বিরুদ্ধে।
সেই সময়ে গুরনামের পরিবার মামলা করলে মাত্র ১ হাজার রুপি জরিমানা দিয়ে বেঁচে যান নভোজিৎ সিং সিধু। কিন্তু মামলাটি পুরোপুরি নিষ্পত্তি হয়নি। ২০১৮ সালে পুনরায় মামলাটি আবার রিভিউ করে দেশটির সুপ্রিম কোর্ট। সেই মামলায় এবার এক বছরের জেলে থাকার শাস্তি পেলেন সিধু।
ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতির মাঠেই ব্যস্ত থেকেছেন সিধু। ছিলেন পাঞ্জাব প্রদেশের কংগ্রেসের প্রধান। আদালতের এই রায়ের পর রাজনীতির ময়দান থেকে অবসরে যেতে হতে পারে তাঁকে।