শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল
চট্টগ্রামে প্রথম টেস্টের চতুর্থ দিন লঙ্কান বোলার কাসুন রাজিথার বাউন্সারে ডান হাতে ব্যথা পান শরিফুল। সেই ব্যথা এতই তীব্র যে শরিফুল ছিটকে গেলেন পুরো সিরিজ থেকে। আইসিসি নিয়ম অনুযায়ী তার বদলি নামাতে না পারায় বাংলাদেশের পেস আক্রমণে শুধু থাকলেন খালেদ আহমেদ।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন, চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন এবং ঢাকা টেস্টেও শরিফুলকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ২০ ওভার বল করেছেন শরিফুল। সেখানে ৫৫ রান দিয়ে উইকেট শূণ্য ছিলেন তিনি।
আইসিসির নিয়ম অনুসারে, মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে যেকোনো দল। যে ব্যাটিং-বোলিং সবই করতে পারবে। কিন্তু শরিফুলের আঘাত হাতে হওয়ায় শুধুমাত্র বদলি ফিল্ডারই নামাতে পেরেছে বাংলাদেশ। তার বদলি হিসেবে ফিল্ডিং করছেন ইয়াসির আলী রাব্বি।