আমরা হাসিমুখেই বিদায় নেবো, বিকল্প আছে তো: মুশফিকের স্ত্রী
টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। একই সঙ্গে দেখা ফেলেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির। তবে এর আগে দীর্ঘদিন ধরে রান খরায় ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। এ নিয়ে তাকে দল থেকে ছেঁটে ফেলার গুঞ্জনও উঠেছিল একাধিক বিসিবি কর্তাদের মুখে।
এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শুরুর আগে খোদ বিসিবি সভাপতির এক মন্তব্য ঘিরেই আভাস পাওয়া গেছে, মুশফিককে হয়তো অবসর নেওয়ারই ইঙ্গিত দিতে চাচ্ছে বোর্ড।
তবে এবার মুশফিকের হয়ে কড়া জবাব দিলে মুশফিকের স্ত্রী জান্নাতুল মন্ডি। দীর্ঘ ২৭ মাস ও ১৮টি টেস্ট ইনিংসের পর মুশফিক সেঞ্চুরির দেখা পাওয়ার পরপরই নিজের ইনস্টাগ্রামে মুশফিকের স্ত্রী মন্ডি লিখেছেন, আমরা হাসি মুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ! তবে আপনাদের রিপ্লেসমেন্ট (বিকল্প) আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো!
View this post on Instagram
উল্লেখ্য, এর আগে তামিম-মাহমুদউল্লাহর মতো মুশফিককেও ভবিষ্যৎ নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যে কোনো ফরম্যাটে সিনিয়রদের বাদ দিতে গেলে পরিস্থিতি হয় ঘোলাটে। যথোপযুক্ত সময়ে সিনিয়র ক্রিকেটাররা নিজেরাই সরে দাঁড়ালে সব কিছু সহজ হয়ে যায় বলে মন্তব্য করেন পাপন। ভবিষ্যতে দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্তে আরও দৃঢ় হতে চায় বিসিবি।
পাপন বলেন, ‘রিয়াদ টেস্ট থেকে সরে আসছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না, এখানে আবার মুশফিক এখনও খেলছে। তবে খুব তাড়াতাড়ি জানা যাবে ওর সিদ্ধান্ত কি। এটা নিয়ে ও চিন্তা-ভাবনা নিশ্চয়ই করছে। আমরা চাই না ওরা মন খারাপ করে যাক। আমরা চাই তারা হাসিমুখে যাক। নিজেরা সিদ্ধান্ত নেক। যত তাড়াতাড়ি নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে ততোই ভালো। তবে একটা সময় তো আসবে, যখন তারা নিজেদের থেকে সিদ্ধান্ত নিবেনা তখন আমাদেরকেই সিদ্ধান্তটা নিতে হবে।’