মাত্র ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ১৫ মে চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট ও সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে ঢাকায়। আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই টিকিট বিক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন ৫০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করে বিসিবি। সে অনুষ্ঠানে টিকিটের নির্ধারিত মূল্যের বিষয়ে বিস্তারিত জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
চট্টগ্রামে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিটের মূল্য ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।
এছাড়া মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকেটের মূল্য ১০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম ২০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা।
টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন থেকে। চট্টগ্রাম টেস্টের টিকিট পাওয়া যাবে সাগরিকার বিটাক মোড়ে। দ্বিতীয় টেস্টের টিকিট বিতরণ করা হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।