ব্যাটে রান নেই, দলকেও জেতাতে না পেরে ছাড়লেন অধিনায়কত্ব। এবার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকেই গেলেন ভারতীয় অলরাউন্ডার জাদেজা। বুধবার চেন্নাই সুপার কিংসের বায়োবাবল থেকে বের হয়ে গেছেন তারকা এই অলরাউন্ডার।
পাঁজরের চোটে পড়ে মৌসুমটাই শেষ হয়ে গেছে জাদেজার। তার চোটের প্রসঙ্গে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথান বলেছেন, ‘গত ৪ মে বেঙ্গালুরুর বিপক্ষে খেলার সময় পাঁজরে চোট পান জাদেজা। আমাদের আর মাত্র দুই ম্যাচ বাকি আছে, জাদেজাকে যেহেতু ভারতের হয়ে সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে, তাই আমরা তাকে নিয়ে আর ঝুঁকি নেইনি।’
‘ব্যাটিং এবং বোলিংয়ের সময় সে ব্যথা অনুভব করছিল। তাই আমরা তাকে বিশ্রাম দেওয়াই শ্রেয় মনে করেছি। আমরা বিসিসিআইকেও তার চোটের ব্যাপারে অবহিত করেছি।’
জাদেজার চেন্নাই এরই মধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। ১১ ম্যাচ শেষে মাত্র ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে তারা।