বৃষ্টির কারনে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলংকা প্রস্তুতি ম্যাচ
বৃষ্টিতে ভেস্তে গেল বিকেএসপিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রায় পুরোটাই। বৈরি আবহাওয়ার মাঝে মাঠে বল গড়ায় মাত্র ১১০টি তাতেই এক উইকেট হারিয়ে লঙ্কানরা তোলে ৫০ রান।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই একটি সুযোগই ছিল লঙ্কানদের। কিন্তু বৃষ্টির বাগড়ায় বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন খেলা হয়েছে স্রেফ ৮.৩ ওভার। বুধবার হলো ১০.৫ ওভার। এর মধ্যে লঙ্কানদের হয়ে ব্যাটিংয়ে সুযোগ পেয়েছেন তিন জন ব্যাটার।
অধিনায়ক দিমুথ করুনারত্নে আউট হয়েছেন ১৮ বলে ২ রান করে। ওশাদা ফার্নান্দো ৬৮ বলে ২৬ ও কুশল মেন্ডিস ২৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন। সব মিলিয়ে ১৮.২ ওভার খেলে এক উইকেট হারিয়ে ৫০ রান করতে পারে শ্রীলঙ্কা। এদিকে বিসিবি একাদশের পক্ষে ৪ ওভারে ৬ রান খরচ করে একমাত্র উইকেটটি নেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
বাংলাদেশ সফরে এসে মিরপুরে একদিন অনুশীলনের পর অনুশীলন ম্যাচে নামে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার তারা যাবে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু বাঘ-সিংহের লড়াই।