চট্টগ্রামে জব্বারের বলী খেলার জার্সি ও ট্রফি উন্মোচন
আর মাত্র ১দিন পর আগামী ১২ বৈশাখ, ২৫ এপ্রিল আনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের ১১৩ তম বলী খেলার আসর। আজ (শনিবার) দুপুরে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবারের বলি খেলার ট্রফি ও জার্সি উন্মোচন করেন। আগামী কাল ১১ বৈশাখ, ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ ৩দিনের বৈশাখী মেলা।