ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচে দারুণ কীর্তি গড়লেন এনামুল হক বিজয়। ডিপিএলে এক আসরে সর্বোচ্চ রানের মালিক এখন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার এনামুল বিজয়।
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরের শুরু থেকেই উড়ন্ত ফর্মে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার বিজয়। প্রায় প্রতি ম্যাচেই তার ব্যাট থেকে আসছে পঞ্চাশ ছাড়ানো ইনিংস। এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৮৭৮ রান করেন বিজয়। যা কিনা লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড।
এর আগে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ডিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সাইফ হাসানের দখলে। ২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার লিগে ৮১৪ রান করেছিলেন তিনি। বৃহস্পতিবার লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে দশম রান নেওয়ার সময় এ রেকর্ড নিজের করে নিয়েছেন এনামুল হক বিজয়।
এদিকে বিজয়ের অসাধারণ কীর্তি গড়ার ম্যাচে জয় পায়নি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ডিপিএলের সুপার লিগ পর্বের হাইভোল্টেজ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩ উইকেটে হারে তারা।
প্রাইম ব্যাংকের দেওয়া ১৫২ রান লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৭ উইকেট হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু অষ্টম উইকেটে তানভীর হায়দার ও মুক্তার আলীর অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে ২ বল ও ৩ উইকেটে বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। এ জয়ে ডিপিএলে ১২ ম্যাচে রূপগঞ্জের পয়েন্ট ১৮। অন্যদিকে সমান ম্যাচে প্রাইম ব্যাংকের পয়েন্ট ১২।