ম্যানইউর নতুন কোচ এরিক টেন
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগেও খুব একটা ভালো সময় যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এমণ অবস্থায় অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিককে সরিয়ে ম্যানইউর নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন এরিক টেন হাগ।
যদিও আগেই গুঞ্জন উঠেছে টেন হাগই হতে যাচ্ছে রেড ডেভিলদের নতুন কোচ। তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। বৃহস্পতিবার এলো সেই ঘোষণা। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ম্যানইউ জানালো,
‘ওল্ড ট্র্যাফোর্ডে আসছেন এরিক টেন হাগ। ৫২ বছর বয়সী এই ডাচ কোচের সঙ্গে ২০২৫’র জুন পর্যন্ত চুক্তি করেছে রেড ডেভিলরা। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেয়ার অপশনও রাখা হয়েছে।’
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার প্রতিক্রিয়ায় এরিক টেন বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া বড় সম্মানের এবং সামনের চ্যালেঞ্জটি নিয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত। এই দুর্দান্ত ক্লাবের ইতিহাস এবং ভক্তদের আবেগ জানি। তাদের প্রাপ্য সাফল্য দিতে সক্ষম এমন একটি দল গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে আয়াক্সের দায়িত্ব নিয়ে ২০১৯ ও ২০২১ সালে দলকে লিগ শিরোপা জেতান এরিক টেন। ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও ওঠে দলটি। চলতি লিগেও এখন পর্যন্ত টেবিলের শীর্ষে আয়াক্স। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পিএসভি আইন্দহোভেন।
এদিকে ২০১৩ সালে কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন অবসরে যাওয়ার পর পঞ্চম স্থায়ী কোচ নিয়োগ দিল ম্যানইউ। গত নভেম্বরে ওলে গুনার সুলশার বরখাস্ত হওয়ার পর অস্থায়ীভাবে দায়িত্বে ছিলেন রাংনিক।