শ্রীলঙ্কা সিরিজ অবশ্যই খেলব: সাকিব
অবশেষে সব শঙ্কা উড়িয়ে শ্রীলঙ্কা বিপক্ষে খেলতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জানিয়েছেন সাকিব নিজেই। তার আগে ডিপিএলের সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন মি.সেভেন্টি ফাইভ।
২০ এপ্রিল (বুধবার) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত গণমাধ্যমকে শ্রীলঙ্কা সিরিজে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন সাকিব নিজেই।
তিনি বলেন, ‘হ্যাঁ, এখানে সন্দেহ ছিল বলে তো আমার মনে হয় না। যদি কোনো জরুরি কিছু থাকতো তাহলে সেটা অন্য জিনিস। হ্যাঁ, অবশ্যই খেলব (শ্রীলঙ্কা সিরিজে) । যদি ওই পর্যন্ত সুস্থ থাকি অবশ্যই খেলব।’
সুপার লিগে খেলা হচ্ছে না সাকিবের মোহামেডানের। তাই শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি হিসেবে মোহামেডান থেকে অনাপত্তিপত্র নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন তিনি। এই বিষয়ে সাকিব বলেন, ‘একদম হুট করেই সিদ্ধান্তটা নেয়া। একদম এক ঘণ্টার মধ্যেই নেয়া। চিন্তা করলাম এবার যেহেতু সুযোগ আছে আর সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে কয়েকটা ম্যাচ যদি খেলতে পারি, আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে।‘
মাসখানেকের ছুটির পর প্রস্তুতি হিসেবে সুপার লিগ দিয়ে কাটিয়ে উঠা সম্ভব মনে করছেন সাকিব। বলেন, ‘একটা গ্যাপ হয়ে গেল। প্রায় এক মাসের বিরতি হয়ে গেল যে ক্রিকেট খেলিনি। এই চারটি ম্যাচ খেলতে পারলে খেলার ভেতরে আসার একটি সুযোগ হলো। এজন্য সুযোগটা নেয়া।’
৮ মে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।