ঘরের মাঠে কাদিজের কাছে লজ্জার হার বার্সেলোনার
বৃহস্পতিবার ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে গিয়েছিল বার্সা। এবারও ক্যাম্প ন্যুতে লিগের ম্যাচে দুর্বল কাদিজের কাছে হার দেখল বার্সেলোনা। জাভির দল কাদিজের কাছে হেরেছে ১-০ গোলে।
কাম্প ন্যুয়ে সোমবার রাতে লা লিগার ম্যাচে দ্বিতীয়ার্ধে কাদিজের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লুকাস পেরেস। পুরো ম্যাচ জুড়ে ৭৬ ভাগ বলের দখল ছিল বার্সেলোনার। ম্যাচে ১৮ শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারলেও জালের দেখা পেল না তারা।
অন্যদিকে, মাত্র ২৪ শতাংশ বল পজিশনে রাখা কাদিজ ছয়টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে। নিশ্চিত কয়েকটি সুযোগ না হারালে ব্যবধান আরও বড় হতে পারত।
এই হারে লিগ শিরোপা রেসে পেছনে পড়ে গেল বার্সেলোনা। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই থাকল কাতালানরা। ৩২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে উঠে এল কাদিজ। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।