আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হলেন বাবর আজম
গেল মার্চ মাসে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ও অধিনায়ক বাবর আজম। তার ফল স্বরূপ আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মার্চ মাসের সেরা ক্রিকেটার (পুরুষ) নির্বাচিত হলেন তিনি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর মার্চ মাসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, পাকিস্তানের বারব আজম ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট।
বাবর সদ্য সমাপ্ত অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৫ ইনিংসে ৭৮ গড়ে ৩৯০ রান করেছেন। করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের হার না মানা ইনিংসও আছে যার মধ্যে।
ওয়ানডে সিরিজেও রানের ফুঁয়ারা ছুটেছে তার ব্যাটে। প্রথম ম্যাচে ৫৭ রান করেন। দ্বিতীয় ম্যাচে ১১৮ রান তুলে আইসিসির নজর কাড়েন।