বায়ার্নের অঘটনের রাতে বেনজেমায় মাতোয়ারা রিয়াল
চলতি মৌসুমটা স্বপ্নের মতে কাটছে করিম বেনজেমার। পিএসজির বিপক্ষে হ্যাট্রিকের সুবাতাস এখনো হারিয়ে যেতে না যেতে চেলসির মাঠে করে বসলেন আরো এক হ্যাট্রিক। তাতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফািনালের পথে এক পা দিয়ে রাখল রিয়াল। অন্যদিকে, কয়েক মৌসুম দারুণ সময় কাটাচ্ছে বায়ার্ন মিউনিখ। এবার সেই বায়ার্নই ধাক্কা খেল ভিয়ারিয়ালের মাঠে। চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে ১ গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিল ভিয়ারিয়াল।
স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। বেনজেমার জোড়া গোলের পর প্রথমার্ধেই একটি শোধ করেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলটি করেন রিয়াল অধিনায়ক।
গত আসরে শেষ চারে দেখা হয়েছিল এই দুই দলের। সেবার ঘরের মাঠে ১-১ ড্রয়ের পর এই স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে হেরেছিল রিয়াল। পরে ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।
ভিয়ারিয়ালের হয়ে গোলটি করেন দানজুমা।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে ঘরের মাঠে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। দলের হয়ে ব্যবধান গড়া গোলটি করেন দানজুমা।
ব্যবধান আরও বাড়তে পারত। স্বাগতিকদের একটি প্রচেষ্টা পোষ্টে লাগে, সুযোগও হারায় তারা কয়েকটি।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম হারের তেতো স্বাদ পেল বায়ার্ন। ইউরোপ সেরার মঞ্চে তাদের বিপক্ষে প্রথম জয় পেল ভিয়ারিয়াল।