আশরাফুল ০, তবুও চট্টগ্রাম প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেলো বন্দর কর্তৃপক্ষ
শুরু হলো চট্টগ্রামে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর মুজিববর্ষ সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০২২ ।উদ্বোধনী দিনে মঈন উদ্দিন রুবেলের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩ উইকেটে হারিয়ে জয় তুলে নিলো মোহাম্মদ আশরাফুলের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি।
মঙ্গলবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছেঁ যায় চট্টগ্রাম বন্দর।
মুক্তিযোদ্ধা সংসদ শুরুতে মেহেদী ও মামুনুর রশিদকে হারিয়ে কিছুটা চাপে পড়ে। তবে ওপেনিংয়ে ব্যাটার পাপ্পু চতুর্থ নম্বরে নামা সুজনের সাথে জুটি গড়ার কিছুটা চেষ্টা করেন।
ইফতেখারের বলে পাপ্পু আউট হওয়ার আগে করেন ৪৪ বলে ৪৬ রান। সুজন করেন ২৯ রান। শেষ পর্যন্ত সৌরভের ৮৬ বলে ৫১ রানের সুবাদে ১৭১ রানে থামে মুক্তিযোদ্ধা। বল হাতে আবিরুজ্জামান ৩১ রানে ৪ উইকেট আর আশরাফুল ৩৪ রানে ২ উইকেট নেন।
১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বন্দর শুরুতে ধাক্কা খেলেও মঈন উদ্দিন রুবেলের অনবদ্য ৯৮ বলে ৭৩ রান ও শেষদিকে ইনজামামের ২৯ রানে সহজেই জয়ের বন্দরে নোঙ্গর করে। এদিন রানের খাতা খুলতে পারেননি জাতীয় দলের সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল।
স্কোরবোর্ড :
টস: মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র
মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র : ১৭১ /১০ (৪২ ওভার)
পাপ্পু ৪৬, সৌরভ ৫১, সুজন ২৯ ; আবিরুজ্জামান ৩১/৪, আশরাফুল ৩৪/২
চট্টগ্রাম বন্দর : ১৭৫ /৭ (৪৩.৫)
রুবেল ৭৩, ইনজামাম ২৯ ; সাজেদ ১৫/২, সৌরভ ২১/২
ফলাফল: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি ৩ উইকেটে জয়ী।