আইপিএল নিলামে প্রথম দিন দল পাননি সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৫ তম মেগা নিলামের প্রথম দিনে সাকিব আল হাসানকে নেয়নি কোনো দল। বিপিএলে টানা ৫ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়া সাকিবের ভিত্তিমূল্য ছিলো দুই কোটি রুপি। অন্যদিকে, নিলামের মাঝখানে হঠাৎ সঞ্চালক হিউ এডমিডস অজ্ঞান হয়ে পড়ে গেলে বন্ধ হয়ে যায় নিলামের কার্যক্রম।
শনিবার ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে তৃতীয় সেটে ১৯ নম্বর সিরিয়ালে সাকিব আল হাসানের নাম তোলা হয়। আর তাতে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি। তবে, দ্বিতীয় দিনে বিক্রি হওয়ার সুযোগ আছে এই অলরাউন্ডারের।
গত বছর নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলামের জন্য ঘোষিত চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। সাকিব ও মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ২ কোটি রুপি।
নিলামে ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম ডাকার মুহূর্তে পড়ে যান নিলাম পরিচালনাকারী। এই ঘটনার আগ পর্যন্ত নিলামে ২০ জন ক্রিকেটারকে কিনে দলে ভিড়িয়েছে আট ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে সর্বোচ্চ ১২ কোটি রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
বেঙ্গালুরুতে দুই দিন ব্যাপী আইপিএলের মেগা নিলাম চলবে রোববারও। এবারই প্রথম আইপিএল হতে যাচ্ছে ১০ দল নিয়ে।