আল হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকুর একমাত্র গোলে সৌদি আরবের আল হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে চেলসি। অন্যদিকে,ইংলিশ প্রিমিয়ার লিগে ফের জয়ের ছন্দে ফিরেছে ম্যান সিটি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল পেপ গার্দিওলার দল।
আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় সেমিফাইনালে এশিয়ান চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারায় ইউরোপ চ্যাম্পিয়নরা। ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখে গোল মুখে ১৫ টি শট নেয় চেলসি।
ম্যাচের ৩২ মিনিটে লুকাকুর গোলেই এগিয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে কাই হার্ভাটজের ক্রস হেডে বল পেয়ে গেলে জালে জড়াতে ভুল করেননি লুকাকু। তবে চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগার দুর্দান্ত সেইভে গোল করতে পারেনি আল হিলাল। বাকি সময়ে নিজেদের লিডটা ধরে রেখেছে চেলসি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে নাম লিখিয়েছে টুখেলের শিষ্যরা।
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানসিটি। দলের পক্ষে গোল করেছেন রিয়াদ মাহরেজ ও কেভিন ডি ব্রুইনে।
ম্যাচের ৪০ মিনিটে মাহরেজের গোলে এগিয়ে যাওয়ার পর ৬৯ মিনিটে জয়সূচক গোল করেন ডি ব্রুইনে। চলতি মৌসুমে এ নিয়ে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে সিটি। ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।