মেসি-এমবাপ্পেদের গোল উৎসবের রাতে জয় পেল বার্সা-রিয়াল
রবিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লিল ওএসসিকে ৫-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে ফরাসি জায়ান্ট পিএসজি। অন্যদিকে, লা লিগায় জয় পেয়েছে বার্সা ও রিয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারালো বার্সা, আর গ্রানাডাকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল।
ন্যু কাম্পে আতলেতিকো মাদ্রিদকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে জাভির শিষ্যরা। ঘরের মাঠে অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে বার্সা। লুইস সুয়ারেসের দুর্দান্ত পাসে মিডফিল্ডার ইয়ানিক কারাসকো গোল করে লিড এনে দেন সফরকারীদের। এরপরই সফরকারীদের জালে ধ্বংসযজ্ঞ শুরু করে বার্সা। দুই মিনিট বাদে দলকে সমতায় ফেরান জর্ডি আলবা।
২১ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাভি।আক্রমণের চাপ ধরে রেখে ৪৩ মিনিটের মাথায় ব্যবধান ৩-১ করেন রোনাল্ড আরাউহো। বিরতির পর ৪৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় কাতালানরা। চতুর্থ বারের মতো গোলটি করেন দানি আলভেস।৫৮ তম মিনিটে সুয়ারেজ গোল করলেও ৪-২ গোলে জিতে নেয় বার্সা। এই জয়ে ২২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৮।
লিগ ওয়ানের ম্যাচে লিলের ঘরের মাঠ স্টেড পিয়েরে মাউরয়তে ম্যাচের ১০ মিনিটেই ড্যানিলো পেরেইরার গোলে লিড নেয় পিএসজি। এরপর ২৮ মিনিটে সভেন বোটম্যানের গোলে সমতায় ফিরে লিলে। ৩২ মিনিটে পিএসজিকে এগিয়ে দেয় প্রেসনেল।
ম্যাচের ৩৮ মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে পিএসজিকে ৩-১ গোলের লিড এনে দেন মেসি। এর পর ঠোঁট চেপে ধরে লিলিকে। ম্যাচের চতুর্থ গোলটি করেন পেরেরা। আর শেষটি করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত ৫-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া ম্যাচের ৬৬ শতাংশ সময় বল দখলে রাখে রিয়াল। তবে গোল পেতে তাদের ঘাম ঝরাতে হয়। কার্লো আনচেলত্তির দল মোট শট নিয়েছে ২৪টি, এর মধ্যে ১১টি লক্ষ্যে রাখতে পেরেছিল।
গোলশূন্য প্রথমার্ধের পর ৭৪ মিনিটে রিয়াল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। এডের মিলিতাওয়ের কর্নার কিক থেকে বাঁ পায়ের শটে আসেনসিও নিশানাভেদ করেন। তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ২৩ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
ফলাফল:
বার্সা (৪) – (২) আতলেতিকো মাদ্রিদ
পিএসজি (৫) – (১) লিলে
গ্রানাডা (০) – (১) রিয়াল মাদ্রিদ