অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাণী বার্টি
অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে ড্যানিয়েল কলিনসকে হারিয়ে তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেলেন অ্যাশলি বার্টি। আর এতেই ৪৪ বছরের খরা কাটল অস্ট্রেলিয়ার।
শনিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নারী এককের ফাইনালে ড্যানিয়েল কলিন্সকে ৬-৩, ৭-৬ (৭-২) গেমে হারিয়েছেন বার্টি। অবশ্য প্রথম সেটে প্রতিপক্ষে ভুলের সুযোগে এগিয়ে যান বার্টি। পরের সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর আভাস দেন কলিন্স। কিন্তু লড়াই করেও হেরে গেলেন। ছন্দে থাকা বার্টি সুযোগ কাজে লাগালেন। শেষের সেট টাইব্রেকারে ম্যাচ গড়ালে সেখান দাপট দেখান বার্টি।
১৯৮০ সালে ওয়েন্ডি টার্নবুলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজ দেশের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছেছিলেন বার্টি। অস্ট্রেলিয়ান কোনো পুরুষ তারকাই এ সময়ে অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি।