গেইল ঝড়ের পর মেহেদী হাসান রানার অগ্নি ঝরা বোলিংয়ে জয়ে ফিরলো সাকিবের বরিশাল। বরিশালের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৪ রানে গুটিয়ে যায় মুশফিকের খুলনা টাইগার্স। ফলে ১৭ রানের জয় পায় ফরচুন বরিশাল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মুজিব-উর-রহমানের সামনে কুপোকাত হয় খুলনা টাইগার্স। ফ্লেচার ও সৌম্য সরকার হারালে ব্যাকফুটে চলে যায় খুলনা। ৪০ রানে চার উইকেট পড়ে গেলে সেখান থেকে হাল ধরেন ইয়াসির রাব্বি ও মুশফিকুর রহিম।
মুশফিক-রাব্বির পার্টনারশিপ থেকে আসে ৪৬ রান। তবে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তারা, এতে চাপে পড়ে খুলনা। রাব্বির ২৩ করে ফেরার পর থিসারা কিছুটা জয়ের আভাস দিয়েছিলেন। ১টা চার ও ২ ছয়ে ৯ বলে ১৯ রান করে আউট হন পেরেরা। এরপর মুশফিককে আর কেউ সঙ্গ দিতে পারেন নি। শেষ পর্যন্ত খুলনার ইনিংস ১২৪ রানে। এতে ১৭ রানে জয় পায় বরিশাল। বরিশালের হয়ে রানা ৩ ওভারে ১৭ রান দিয়ে একাই নেন ৪ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। শুরু থেকেই খুলনার বোলারদের উপর চড়াও হন ওপেনিংয়ে নামা ক্রিস গেইল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটির দিকে ছুঁটতে থাকা গেইলকে থামান সেকুগে প্রসান্না। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৫ রান করেন ইউনিভার্স বস।
এদিন সাকিব আগ্রাসী ব্যাটিং শুরু করলেও ৯ রানে থামতে হয় তাঁকে। হৃদয় ২১ বলে ২৩ শান্ত ১৫ বলে ১৯ রান করে। এতে নির্ধারিত ২০ ওভারে বরিশাল ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪১ রান। খুলনার পক্ষে পেরেরা ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। ফরহাদ রেজাও পান সমান ২টি উইকেট।