পাওয়েল ঝড়ে সিরিজে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে সিরিজে ২-১ লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে স্বাগতিকদের করা ৫ উইকেটে ২২৪ রানের জবাবে ৯ উইকেটে ২০৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। ওইন্ডিজের নিকোলাস পুরান ৪৩ বলে ৭০ রান করে ফিরলেও অন্যপ্রান্তে ইংলিশ বোলারদের নাস্তানাবোধ করেছেন পাওয়েল। ৫১ বলে ক্যারিয়ারের প্রথম শতক তুলে শেষ পর্যন্ত ৫৩ বলে ১০৭ রান করে উইন্ডিজদের বড় লক্ষ্যের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২২৪ রানের লক্ষ্য দাড়ঁ করায় ওইন্ডিজ।
বড় লক্ষ্যে ভাল শুরু করে ইংলিশ বানটন। ৩৯ বলে ৭৩ রানের ইংনিস খেলেন। মাঝে ঝড় তুলেন ইংলিশ ব্যাটার ফিল সাল্টও। ২৪ বল মোকাবেলায় ৫৭ রানের ইংনিস খেললেও বাকি ব্যাটাররা কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০৪ রানে থামে স্বাগতিকরা। ম্যাচে ২০ রানের জয় পায় উইন্ডিজ।
উইন্ডিজদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলেছেন রোমারিও শেফার্ড।
সিরিজ জয়ের লক্ষে আগামী ৩০ জানুয়ারি ব্রিজটাউনে মাঠে নামবে উইন্ডিজ। যেখানে ইংলিশদের লক্ষ্য সিরিজে সমতায় ফেরা।