শ্রীলঙ্কার বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা!
আগামী মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে শ্রীলঙ্কান দল। আর সেই সফরে লঙ্কান ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন লাসিথ মালিঙ্গা। এমনটাই খবর বেরিয়েছে দ্বীপ দেশটির গণমাধ্যম ‘দ্য আইল্যান্ড’-এ।
শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটির কাছে সাবেক ফাস্ট বোলিং গ্রেট মালিঙ্গাকে জাতীয় দলের পেস বোলিং কোচ নিয়োগের সুপারিশ করেছে দেশটির হাই-প্রোফাইল ক্রিকেট উপদেষ্টা কমিটি। তবে, দ্য আইল্যান্ডের’ দাবি শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনেই নাকি মালিঙ্গার নাম সুপারিশ করেছে।
এর আগে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ জয়াবর্ধনের সাথে বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছে লাসিথ মালিঙ্গা। জাতীয় দলের হয়ে ৩০ টেস্ট, ২২৬ ওয়ানডে এবং ৮৪ টি-টুয়েন্টি খেলেছেন মালিঙ্গা। যেখানে যথাক্রমে ১০১, ৩৩৮ এবং ১০৭ উইকেট শিকার করেছেন ডানহাতি পেসার।
টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে সফল বোলার হিসেবে শ্রীলঙ্কার পাশাপাশি তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে একাধিকবার শিরোপা পেতে ভূমিকা রেখেছেন।