ইতিহাস গড়ে ওইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড। গতরাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।
রোববার জ্যামাইকার স্যাবিনা পার্কে টসে হেরে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ৪৪ ওভারেই অলআউট হয় ২১২ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারে জয় পেয়ে যায় আইরিশরা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ক্যারিবীয়রা ধবল ধোলায় চালাতে থাকে আইরিশ বোলারদের উপর। শাই হোপ ও জাস্টিন গ্রিভসের ওপেনিং জুটিতে মাত্র ১১ ওভারেই ৭২ রান যোগ করেন। তবে ৫৩ রান করে শাই হোপের বিদায়ের পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি ক্যারিবীয়রা।
শেষদিকে জেসন হোল্ডারের ৪৪,আকিলের ২৩ এর কল্যাণে ২১২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৪ উইকেট নেন ম্যাকব্রেইন। ৩ টি উইকেট পেয়েছেন ক্রেইগ ইয়ংয়।
২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও পল স্টারলিংয়ের চতুরতায় খেলায় ফিরে আয়ারল্যান্ড। স্টার্লিং ৩৮ বলে ৪৪ করে বিদায় নিলে দলকে টেনে নিয়ে যান অ্যান্ডি ম্যাকব্রিনি ও হ্যারি টেক্টর।
ম্যাকব্রিনির ব্যাট থেকে আসে ৫৯ রান, আর টেক্টরের ৫২। তাদের ইনিংসেই ভর করে ৩১ বল হাতে রেখে জয় পেয়ে যায় আইরিশরা।
ওইন্ডিজের আকিল ও রস্টন চেজ ৩টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন ম্যাকব্রিনি।
এই জয়ে ২-১ ব্যাবধানে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড।