লাথাম-কনওয়েতে পাহাড়ে উঠছে নিউজিল্যান্ড
ক্রাইস্টাচার্চের হ্যাগলি ওভালে টাইগার বোলারদের উপর চড়াও হয়েছে কিইউই ব্যাটাররা। প্রথম দিনে তাদের দাপুটে ব্যাটিংয়ে অসহায় হয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ৩৪৯ রান। ১৮৬ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক টম লাথাম। তাকে সঙ্গ দিচ্ছেন সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকা ডেভন কনওয়ে।
সিরিজের দ্বিতীয় টেস্টে হ্যাগলি ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের উপর শাসিয়ে গেছেন মাউন্ট মঙ্গানুইয়ে নাস্তানাবুদ হওয়া নিউজিল্যান্ডের ব্যাটাররা। শুরু থেকেই তারা এবাদত-শরিফুলদের উপর তাণ্ডব চালিয়েছেন। উইল ইয়াং কে সাথে নিয়ে টম লাথাম উইকেটে থিতু হয়ে পড়েন।
স্বাগতিকদের উদ্বোধনী জুটিতেই আসে ১৪৮ রান। গেড়ে বসা সেই জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন শরিফুল। ৫৪ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে ভাঙেন উদ্বোধনী জুটি।
ওপেনার ইয়াংয়ের আউটে প্রভাব পড়েনি লাথামের ব্যাটিংয়ে। দুইবার এবাদতের বলে এলবিডব্লিউ আউট হয়ে রিভিউর মাধ্যমে জীবন ফিরে পেয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি।
ডেভন কনওয়েকে সাথে নিয়ে কিউই অধিনায়ক ১৩৩ বলে ১৭ বাউন্ডারির মাধ্যমে পূর্ণ করেন সেঞ্চুরি। ৮৩ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন কনওয়েও। ৬৪ তম ওভারের শেষ বলে এবাদতকে চার মেরে দেড় শ রানের কোঠা পূর্ণ করেন লাথাম ও শতক থেকে ১ রান দূরে থাকা কনওয়ে আছেন অপরাজিত।
দিনের শেষ পর্যন্ত আর উইকেট পতন হয়নি নিউজিল্যান্ডের। এক উইকেট হারিয়েই ৩৪৯ রানের পুঁজি নিয়ে প্রথম দিনের খেলা শেষ হয় তাদের।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড: (১ম দিন)
টসঃ বাংলাদেশ
নিউজিল্যান্ড (১ম ইনিংস) : ৩৪৯/১ (৯০ ওভার)
ইয়াং ৫৪, লাথাম ১৮৬ *,কনওয়ে ৯৯* ; শরিফুল ১৮-৬-৫০-১
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
টম লাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।