করোনায় আক্রান্ত মেসি
প্যারিস সেন্ট-জার্মেইন শিবিরে জোর আঘাত হেনেছে করোনাভাইরাস। আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিসহ করোনাভাইরাসে আক্রান্ত পিএসজির তিন খেলোয়াড়। শনিবার (১ জানুয়ারি) প্যারিসে এক পরীক্ষায় পজিটিভ ফল আসে তাদের।
রবিবার এক বিবৃতিতে পিএসজি তাদের অফিসিয়াল পেইজে জানায়, লিওনেল মেসিসহ তাদের চার খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত খেলোয়াড়রা এখন আইসোলেশনে আছেন এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের চিকিৎসা চলবে।
Lionel Messi has tested positive for Covid-19. pic.twitter.com/mMxb30PdzP
— GOAL (@goal) January 2, 2022
মেসি ছাড়া পিএসজির করোনা পজিটিভ অন্যরা হলেন, লেফটব্যাক হুয়ান বার্নেট, গোলকিপার সার্জিও রিকো ও ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা। ফলে, তৃতীয় সারির ক্লাব ভেনেসের বিপক্ষে সোমবার (৩ জানুয়ারি) রাতে মাঠে নামা হচ্ছে না তাঁদের।