নিষিদ্ধ কিংস-বারিধারা,সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা
ফেডারেশন কাপে অংশ না নেয়ায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারাকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরের মৌসুমে এই আসরে তাদের খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে দুই দলকে।
গত ২৫ ডিসেম্বর থেকে মাঠে গড়ানো ফেডারেশন কাপ শুরুর আগেরদিন নাম প্রত্যাহার করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস । তাদের সঙ্গে উত্তর বারিধারা এবং মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদও আসর থেকে নাম কেটে নেয়।
ক্লাবগুলোর অভিযোগ, ফেডারেশন কাপের চূড়ান্ত সূচিতে হঠাৎ করে সূচি পরিবর্তন এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিম্ন মানের টার্ফে খেলোয়াড় ইনজুরির শঙ্কা।
প্রত্যাহার করে নেয়া ক্লাবগুলোকে আগেই নোটিশ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে ডিসিপ্লিনারি কমিটি গতকাল (সোমবার) তাদের সিদ্ধান্ত জানিয়েছে। একই সঙ্গে জরিমানার টাকা আগামী ২৭ জানুয়ারির মধ্যে পরিশোধের সময়সীমাও বেঁধে দিয়েছে তারা।
বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা মাঠে না যাওয়ায় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে তাদের প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে ডিসিপ্লিনারি কমিটি।