২২২ রানের বিশাল জয়ে এশিয়া কাপের সেমির পথে টাইগার যুবারা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ দল। কুয়েতকে ২২২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা। মাহফিজুলের সেঞ্চুরিতে ২৯১ রানের বড় সংগ্রহ পায় লাল-সবুজরা, জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় কুয়েত অনূর্ধ্ব-১৯ দল।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট মাত্র ৩ রানেই উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশ দলের। এরপর ৮৫ রানের জুটি গড়েন ওপেনার মাহফিজুল ও আইচ মোল্লা। চাপ সামলে জুটি গড়ে সেটিকে আরও বড় করার আগেই ৩৯ বলে ২০ রান করে ফিরে যান আইচ। ততক্ষণে ব্যক্তিগত ফিফটি তুলে নেন মাহফিজুল।
আইচের বিদায়ের পর ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগার যুবারা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান প্রান্তিক নাবিল আজ সাজ ঘরে ফিরেন মাত্র ৫ রানে। নিয়মিত উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন ওপেনার মাহফিজুল। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান আসে তার ব্যাট থেকে। ১১৯ বলে ১২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১১২ রানের দাপুটে এক ইনিংস খেলেন তিনি।
মাহফিজুলের বিদায়ের পরে শেষ দিকে মেহরবের ২৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ৪৯.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ দাঁড়ায় ২৯১ রানে। অন্যদিকে কুয়েতের হয়ে ৩টি উইকেট শিকার করেন আব্দুল সাদিক ও মোহাম্মদ উমর ও হেনরি থমাস নেন দুটি করে উইকেট।
জবাবে বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই ৩ উইকেট হারায় কুয়েত অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবাদের বোলিং তোপে কুয়েতের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ও ক্যাপ্টেন মিট ভাবসার। কুয়েতের হয়ে দুই অঙ্ক স্পর্শ মাত্র দুইজন ব্যাটার। রিপন, মেহেরব ও রাকিবুলের আগুনে বোলিংয়ে আসা যাওয়া মধ্যে থাকে কুয়েতের ব্যাটারা। ২৫.৩ ওভারে অলআউট হয়ে তাদের ইনিংসে থামে মাত্র ৬৪ রানে। টাইগারদের হয়ে ৩টি উইকেট শিকার করে রিপন মন্ডল।
স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৯১/১০ (৪৯.২ ওভার) মাহফিজুল ১১২, মেহরব ৪২, তাহজিবুল ২৫, আরিফুল ২৩, আইচ ২০; সাদিক ৪০/৩, উমর ৪৫/২
কুয়েত : ৬৪/১০ (২৫.৩) ভাবসার ৪৪, মির্জা ১১; রিপন ১০/৩