করোনায় বিধ্বস্ত রিয়াল
একের পর এক করোনার ধাক্কায় বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। এবার আলবা, ইসকো সহ মোট ৮ জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত। রীতিমতো ম্যাচে দল সাজাতে বেগ পেতে হচ্ছে আনচেলত্তিকে।
রিয়াল মাদ্রিদ এর করোনা বেডে আগে থেকেই ভর্তি থাকা লুকা মদ্রিচ, মার্সেলো, মার্কো আসেনসিও, রদ্রিগো, আন্দ্রে লুনিন ও সহকারী কোচ ডেভিড আনচেলত্তি সঙ্গে যোগ হলেন আলাবা ও ইসকো। নতুন এই দুজনসহ সংখ্যাটা এখন ৮ এর ঘরে। নতুন সংক্রমিতদের ১০ দিনের আইসোলেশনে রাখা হয়েছে।
আজ রাতেই (বুধবার) অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খেলা রিয়ালের। যেখানে একাদশ সাজাতে হিমশিম খেতে হবে স্প্যানিশ ক্লাবটির। চোটে আছেন দানি কারভাহাল ও দানি সেবায়োসরা। বহিষ্কৃত হয়ে আছেন কাসেমিরো।
চলতি মৌসুমটা দারুণ যাচ্ছে রিয়াল মাদ্রিদ এর। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে লা লিগার শীর্ষে অবস্থান। লিগে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে সর্বোচ্চ ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।