রনির পাঁচ উইকেটে ২৪৫ রানে থামলো পূর্বাঞ্চলের ইনিংস
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোনের মধ্যকার ম্যাচে ২৪৫ রানে থামে ইস্ট জোনের ইনিংস। সেন্ট্রাল জোনের হয়ে পাঁচ উইকেট শিকার করেন পেসার আবু হায়দার রনি।
সকালে মিরপুর শের-ই -বাংলা জাতীয় স্টেডিয়ামে ইস্ট জোনের হয়ে ব্যাট করতে নেমে শুরুতেই রানের খাতায় খোলার আগে সাজ ঘরে ফিরেন মোহাম্মদ আশরাফুল। রবিউলের বলে স্লিপে ক্যাচ তুলে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় উইকেটে শাহাদাত হোসেন দীপুর সাথে ৫১ রানের জুটি গড়েন অধিনায়ক ইমরুল কায়েস। এরপর ৩২ রান করা ইমরুলকে ফেরান রবিউলই।
দিনের প্রথম সেশনেই ইস্ট জোনের চার ব্যাটারকে প্যাভিলিয়নের ফেরায় সেন্ট্রাল জোনের বোলাররা। এরপর উইকেটে থিতু হওয়ার চেষ্টা চালান শাহাদাত হোসেন দীপু এবং নাদিফ চৌধুরি। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন দীপু। তাকে এলবিডব্লিউ করেন মুরাদ। তার আগে আফিফ হোসেন ধ্রুবকে (০) কট অ্যান্ড বোল্ড করে ৫০তম শিকারের দেখা পান বাঁহাতি এ স্পিনার।
পরে আর কোনো ব্যাটার উইকেটে থিতু হতে না পারায় শেষ পর্যন্ত ২৪৫ রানেই থামে ইস্ট জোনের ইনিংস। সেন্ট্রাল জোনের হয়ে পাঁচ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। এছাড়াও হাসান মুরাদ তিনটি এবং রবিউল হক দুইটি উইকেট শিকার করেন।
পড়ন্ত বিকালে এক ওভার ব্যাট করতে নেমে ৪ রান নিয়ে দিন শেষ করেছেন পূর্বাঞ্চলের মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুন। দুইজনেই ২ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইসলামী ব্যাংক ইস্ট জোন- ২৪৫/১০ (শাহাদাত হোসেন দিপু ৭২, নাঈম হাসান ৪০; আবু হায়দার রনি ৫/৯৩)
ওয়ালটন সেন্ট্রাল জোন- ৪/০ (মিজানুর ২, মিঠুন ২)