আবারও করোনার থাবা উইন্ডিজ শিবিরে
তিন টি-টোয়েন্টি ও দুই ওডিআই খেলতে পাকিস্তান যায় ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানে করোনার একের পর এক থাবা নাকাল করছে ক্যারিবীয়দের। সর্বশেষ তাদের তিন ক্রিকেটারসহ দুইজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। এই ম্যাচের আগ মুহূর্তে করোনা পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজের পাঁচ সদস্য করোনা পজিটিভ হয়েছেন। এর আগেও তিন ক্রিকেটারসহ চার জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে তাদের মোট ছয় ক্রিকেটার কোভিড পজিটিভ হলেন।
দ্বিতীয় দফায় করোনা আক্রান্তরা হলেন, তিন ক্রিকেটার শাই হোপ, অকিল হোসেন ও জাস্টিন গ্রেভস। সহকারী কোচ রোডি ইস্টউইক ও দলের চিকিৎসক মানসিংহ। তারা ১০ দিন বা পিসিআর টেস্ট নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত আইসোলেশন পালন করবেন।
প্রথম দফায় আক্রান্তরা হলেন, পেসার শেলডন কটরেল, স্পিন অলরাউন্ডার রস্টন চেইজ,কাইল মেয়ার্স ও এক স্টাফ। উইন্ডিজরা আজ শেষ টি-টোয়েন্টি ছাড়া ১৮ ও ২০ ডিসেম্বর দু’টি এক দিনে ম্যাচ খেলবে।