খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫

২০২৬ সালে ‘সোনার বাংলা পাথওয়ে’ টি-টোয়েন্টি লিগ আনছে বিসিবি

সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬- নামের নতুন একটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী করতে এই নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করেছে আটটি ক্লাব।
প্রতিশ্রুতি অনুযায়ী, এই ক্লাবের ক্রিকেটারদের সঙ্গে বিপিএলের নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের নিয়ে আজ এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরি করাই এই লিগের মূল লক্ষ্য।
বিশেষ করে যেসব ক্রিকেটাররা নিয়মিত বড় লিগে খেলার সুযোগ পান না, তাদের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে,
জানুয়ারির প্রথম সপ্তাহে ৬ থেকে ৮টি দল নিয়ে শুরু হতে যাওয়া সোনার বাংলা পাথওয়ে টুর্নামেন্টের ম্যাচগুলো হবে বগুড়া ও রাজশাহী স্টেডিয়ামে। দল গঠন করবেন জাতীয় নির্বাচকেরা।

ক্লাব ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ দেওয়ার জন্যই এই উদ্যোগ।
টুর্নামেন্টের সব আর্থিক ব্যবস্থাপনা ও ক্রিকেটারদের পারিশ্রমিকসহ সবকিছুই বিসিবি পরিচালনা করবে। এতে অংশ নেবে ছয়টি থেকে আটটি দল।

২০২৬ সালে ‘সোনার বাংলা পাথওয়ে’ টি-টোয়েন্টি লিগ আনছে বিসিবি

এই টুর্নামেন্টটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবি’র সহ-সভাপতি ফারুক আহমেদ। প্রতিটি দলের ম্যানেজম্যান্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজে থেকেই নিয়োগ দেবে।

খেলোয়াড় নির্বাচন করবেন জাতীয় নির্বাচক প্যানেল। যেসব খেলোয়াড়রা এতে সুযোগ পাবেন-

১. বিপিএল টি-টোয়েন্টি ২০২৫-২০২৬ এর নিলামে অবিক্রিত থাকা ক্রিকেটাররা;

২. ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়া আটটি দলের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা।

দল গঠন ম্যাচ সূচি ও অন্যান্য কার্যক্রমসংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে বিসিবি’র বিবৃতিতে বলা হয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy