খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫

আইপিএল খেলতে কতদিনের ছাড়পত্র পাচ্ছেন মুস্তাফিজ?

মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে (১২ কোটি ৩৭ লাখ টাকা) দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলে জায়গা পেলেই হবেনা তাকে পেতে হবে বিসিবির অনাপত্তিপত্র বা ছাড়পত্র।
আইপিএল খেলতে ঠিক কতদিনের ছাড়পত্র পাচ্ছেন মুস্তাফিজ, সেটা জানা গেল এবার।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। গতকাল (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এই প্রতিযোগিতার মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছে ৩৬৯ ক্রিকেটারকে নিয়ে।
কোন ক্রিকেটার কত পারিশ্রমিকে দল পাচ্ছেন, তা নিয়ে ভক্তদের বেশ আগ্রহ থাকে।

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০২৬ আইপিএলের মিনি নিলামে রেকর্ড দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফিস জানালেন মুস্তাফিজের আইপিএলে খেলার সময়সীমার বিস্তারিত।

নাফিস বলছিলেন,

‘প্রথমত মুস্তাফিজকে অনেক অনেক অভিনন্দন। আমার কাছে মনে হয়েছে এটা তার প্রাপ্য।
আর নির্দিষ্ট যে তারিখের ব্যাপারটা, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আছেন, তিনি মিডিয়াকে বলতে পারেন।
তবে এই জায়গার একজন অংশীদার হিসেবে বলতে পারি আমরা যোগাযোগটা পরিষ্কার করেছি।
আইপিএল, বিসিসিআই ও ক্রিকেটার তিনটা অংশ, কিন্তু সে জানে আসলে কত সময় আইপিএল খেলতে পারবে।’

তিনি বলে গেলেন,

‘আর (মুস্তাফিজ) কতটুকু খেলতে পারবে না ওটার ওপর ধারণা করে কিন্তু তাকে দলে নিয়েছে। আমার মনে হয় সবাই খুশি, এটা নিয়ে সমস্যা হবে না।
তো এটুকু বলতে পারি যে মুস্তাফিজ বড় ম্যাচগুলোই খেলবে। আইপিএলের কোনো সমস্যা হবে না।’

আইপিএল খেলতে কতদিনের ছাড়পত্র পাচ্ছেন মুস্তাফিজ?

তবে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় দেশে ফিরে আসবেন মুস্তাফিজ।
তিন ম্যাচের সিরিজ শেষ করেই ফিজ আবার যোগ দেবেন আইপিএলে।

এর আগে ক্রিকবাজ-কে  বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, আইপিএলে দল পেলে বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে আপত্তি নেই।

কদিন আগে তিনি বলেছিলেন,

‘আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই এনওসি দিব আমরা। কারণ আমরা চাই তারা যতটা বেশি সময় সম্ভব খেলুক। আমরা তাদের ন্যূনতম প্রয়োজনে দেশে ফিরিয়ে আনব।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy