খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫

ব্রাদার্সের কাছে আবারও আবাহনীর হার

ব্রাদার্সের কাছে আবারও আবাহনীর হার! ঢাকা আবাহনী বেশ সহজেই ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। ঘরোয়া ফুটবলে একসময় আবাহনী-ব্রাদার্স ম্যাচ মানেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু গত এক দশকে ছিল ভিন্ন চিত্র। চলমান মৌসুমে আবাহনী টানা দুই বার পরাজিত হয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

অক্টোবরে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীকে হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। আজ ফেডারেশন কাপে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাদার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর খুব বাজে সময় যাচ্ছে। টানা কয়েক ম্যাচ তারা জয়হীন।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭ মিনিটে দূরপাল্লার শটে ব্রাদার্সের লেফটব্যাক মনির আলম আবাহনীর গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করেন।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া কয়েকটি আক্রমণ রচনা করলেও সেগুলো গোলে রুপান্তর হয়নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আবাহনী গোলের জন্য মরিয়া ছিল। ব্রাদার্সের ডিফেন্ডাররা আক্রমণ সামাল দিলেও খানিকটা ভাগ্যেরও সহায়তা ছিল।
ইনজুরি সময়ে আবাহনীর ফরোয়ার্ডের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। কয়েকটি নিশ্চিত গোলও মিস করে আবাহনী।

ব্রাদার্সের কাছে আবারও আবাহনীর হার

ফেডারেশন কাপের এ গ্রুপের আরেক ম্যাচে পিডব্লিউডি ২-০ গোলে ফকিরেরপুলকে হারায়।

টানা দুই হারে শুন্য পয়েন্টে পাঁচ দলের মধ্যে পাঁচে ফকিরেরপুল।
আবাহনী ও পিডব্লিউডির সমান তিন পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বর পজিশনে পিডব্লিউডি।
চার পয়েন্টে গ্রুপের শীর্ষে ব্রাদার্স। রহমতগঞ্জ এক পয়েন্টে চার নম্বরে।

প্রিমিয়ার লিগ খেলা ১০ দল ফেডারেশন কাপে দুই গ্রুপে খেলছে।
দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ পরবর্তী রাউন্ডে খেলবে। সপ্তাহের মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা হয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy