বাংলাদেশের হ্যাটট্রিক জয় রুখে দিল ভারত। টানা দুই জয়ের পর আজ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে আজ বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ৪৩-১৮ পয়েন্টে হেরে আসরে প্রথম হার দেখল শাহনাজ পারভীনের দল।
শনিবার ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।
গতকাল ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল ভারতকে হারিয়েছে। ফুটবলে ভারত হেরে যাওয়ার পরের দিন ঢাকায় কাবাডিতে ২৫ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে।
ভারতের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ছয় মিনিটের মধ্যেই স্বাগতিকদের অলআউট করে স্কোর ১২-৫ করে নেয় চ্যাম্পিয়নরা।
রূপালি-বৃষ্টিরা মাঝেমধ্যে প্রতিরোধ তোলার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ভারতের গতি ধরে রাখা যায়নি। আরেকবার অলআউট হয়ে পড়ে দল।

