নবাগত জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে উড়িয়ে দিয়ে নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বোনাস পয়েন্ট পেয়ে শুরু করা বাংলাদেশ পাঁচ মিনিটের মধ্যেই জার্মানিকে একদফা অল আউট করে দিয়েছিল। ম্যাচের বাকিটা সময়েও আধিপত্য ধরে রেখে নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্মৃতি-রূপালিরা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ প্রথমার্ধেই আধিপত্য দেখিয়ে ২৮-৯ পয়েন্ট এগিয়ে যায় স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধে খানিকটা ছন্দপতন হলেও বড় জয় পেতে অসুবিধা হয়নি কোচ শাহনাজ পারভীনের দলের।
গতকাল (১৭ নভেম্বর, সোমবার) প্রথম ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ।
আগামীকাল (১৯ নভেম্বর, বুধবার) নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত।
আজ দিনের প্রথম ম্যাচে ভারত ৬৫-২০ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়েছে। দুই অর্ধে সমান দাপট দেখান ভারতের মেয়েরা।
শিরোপা ধরে রাখার মিশনে প্রথমার্ধেই ৪১-৬ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে থাইল্যান্ড কিছুটা ভালো খেলে আরও ১৪ পয়েন্ট তুললেও ভারতের জয় পাওয়াটা কঠিন হয়নি।
শক্তি-সামর্থ্যে ভারত এগিয়ে থাকলেও টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে থাকার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক রূপালি আক্তার,
‘সবাই বিশ্বকাপে ভালো করার ইচ্ছা নিয়ে আসে। জার্মানি ওদের মতো করে চেষ্টা করেছে। আমাদের লক্ষ্য ছিল জিতে ভারত ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া, আমরা সেটা করতে পেরেছি। সামনে আমাদের ভারতের সাথে খেলা, আমরা ভালো খেলার চেষ্টা করব। কেননা, ওরা এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো দল। তবে টানা দুই জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস, মনোবল অনেক বেড়েছে।’
দিনের শুরুতে ৬৫-২০ পয়েন্টে থাইল্যান্ডকে উড়িয়ে গ্রুপ পর্ব শুরুর পর ভারত অধিনায়ক ঋতু নেগি বললেন, বাংলাদেশ ম্যাচ নিয়ে চাপ তেমন একটা অনুভব করছেন না তারা।
তিনি জানান,
‘বড় জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে খুবই ভালো লাগছে। যারা এই বিশ্বকাপের আয়োজন করেছে গোছালোভাবে, সুন্দর মাঠ, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। খুবই ভালো প্রস্তুতি নিয়ে আমরা এখানে এসেছি। পরিশ্রম করেছি। চাপের কথা যদি বলি, ইতোমধ্যে আমরা অনেক ম্যাচ খেলেছি। বাংলাদেশ আয়োজক দেশ, দর্শকরা তাদের পক্ষে থাকবে, তবে আমরা অনেক প্রস্তুতি নিয়েই এখানে এসেছি। খুবই আত্মবিশ্বাসী আমরা।’
এ নিয়ে দ্বিতীয়বার হচ্ছে নারীদের কাবাডি বিশ্বকাপ।
সর্বশেষ ২০১২ সালে ইরানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। সেবার বাংলাদেশের মেয়েরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন।
এবার ১১ দল নিয়ে ঢাকায় হচ্ছে আসরটি। ভারত ছাড়াও ইরান, নেপাল এবং গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট থাইল্যান্ড এ আসরের ফেবারিট।
এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে তিন দল।
