বিপিএল ১২তম আসরের জন্য পাঁচ দল চূড়ান্ত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য পাঁচ দল চূড়ান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪ নভেম্বর, মঙ্গলবার রাত নয়টায় গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং সভা শেষে চূড়ান্ত পাঁচ দলের নাম ঘোষণা করেছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর এই পাঁচ দল চূড়ান্ত করা হয়েছে।
এর মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস। রংপুরের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস।
রাজশাহী থেকে দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ দল চেয়েছিল, মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ।
চট্টগ্রাম দেওয়া হয়েছে টাইএঙ্গেল স্পোর্টসকে, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি।
বিপিএলের দল পেতে আবেদন করেছিল ১১টি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিক পর্যালোচনা শেষে বাদ দেওয়া হয় দুটি প্রতিষ্ঠানকে।
৯টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ডেকে আলোচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে বিসিবির আলোচনায় ছিল না চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস।
গুলশানের সংবাদ সম্মেলনে তাদের দল দেওয়ার কথা জানানোর পর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন,
‘১১টা টিম ছিল। সেখান থেকে তিনটি দল প্রথম সিলেকশনে বাদ পড়ে। পরে চুলচেরা বিশ্লেষণ করে, বিপিএলের গভর্নিং কাউন্সিলের সর্বসম্মতিমতে এই পাঁচটি টিম চূড়ান্ত করতে পেরেছি।’
তিনি আরও বলেন,
‘পাঁচ দলে বরং প্রতিযোগিতা বাড়বে। একেক দলে ১১ জন করে প্লেয়ার থাকবে। আমরা চাই দেশের সকলের সুযোগ দেওয়ার। যারা কনট্রাকটিভ হবে, তারা যাতে টাকা সময়মতো পায়। আমাদের বিপিএল যে এতটা তলানীতে চলে গেছে, সেটাই বড় কারণ।’
দলগুলোর সঙ্গে আলোচনা করে নাম ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি। আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়া হচ্ছে।
তবে আগামীকাল (৫ নভেম্বর, বুধবার) থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না।
বিপিএলের ১২তম আসর ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানায় বিসিবি। ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে বলেও জানানো হয়েছে।

