কাটা ঘায়ে নুনের ছিটা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের শেষ ম্যাচে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে, অস্ট্রেলিয়া কাছে ৮ উইকেটে হারে বাংলার টাইগাররা।
বাছাইপর্বে স্কটল্যান্ডের সাথে হার, একইসঙ্গে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে ব্যর্থতার ঝুলি নিয়ে দেশে ফিরবে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।
দুবাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে গতম্যাচের মত এ ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।মাত্র ১০ রানেই সাজ ঘরে ফিরে লিটন, সৌম্য, মুশফিক। ৩ ব্যাটারের বিদায়ের পর নাঈম শেখের সঙ্গে জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে, তাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। এই দুজনের ২২ রানের জুটি ভাঙেন জশ হ্যাজলউড। নাঈম ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে যথাক্রমে ১৭ ও ১৮ রান।
দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান আসে শামীম পাটোয়ারীর ব্যাট থেকে। এছাড়া আর কেউ দুই অঙ্কের দেখা পাওয়ায় মাত্র ১৫ ওভারেই ৭৩ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। অন্যদিকে, অজিদের হয়ে অ্যাডাম জাম্পা একাই শিকার করেন পাঁচটি উইকেট, গড়েন ক্যারিয়ার সেরা ফিগার।
জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমেও অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। উদ্বোধনী জুটিতে মাত্র ৫ ওভারেই আসে ৫৮ রান। ৫ম ওভারের শেষ বলে তাসকিন আহমেদ বলে বোল্ড সাজ ঘরে ফিরেন অ্যারন ফিঞ্চ। ততক্ষণে মোটামুটি জয় নিশ্চিত অজিদের বলা চলে। তবে, শেষদিকে মিচেল মার্শ ৫ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে মাত্র ৬.২ ওভারেই ৮ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
স্কোর:
বাংলাদেশ ৭৩/১০, ১৫ ওভার (শামীম ১৯, নাঈম ১৭, মাহমুদউল্লাহ ১৬, জাম্পা ৫/১৯, হেজলউড ২/৮, স্টার্ক ২/২১)
অস্ট্রেলিয়া ৭৮/২, ৬.২ ওভার ( ফিঞ্চ ৪০, ওয়ার্নার ১৮, মার্শ ১৬*, শরিফুল ১/৯, তাসকিন ১/৩৬)