আফগানিস্তানকে হারিয়ে টিকে রইলো ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেল ভারত। আফগানিস্তানকে ৬৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বিরাট কোহলির দল। রোহিত শর্মা-লোকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে ২১০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। বিপরীতে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানে থাকে আফগানদের ইনিংস।
বিশ্বকাপে পরপর দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা কারণে ম্যাচ হারা ভারত এদিনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুদার্ন্ত করেন ভারতীয় দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে রোহিত ও রাহুলের ব্যাট থেকে আসে ১৪০ রান। ৮ চার ও ৩ ছয়ে ৪৭ বলে ৭৪ রান করে সাজ ঘরে ফিরেন রোহিত শর্মা। রোহিতের বিদায়ের পর থিতু হতে পারেননি রাহুলও। গুলবদিন নাইবের স্লো ইয়র্কারে স্টাম্প খুইয়ে, ৪৮ বলে ৬৯ রান করে বিদায় নেন তিনি। শেষ দিকে রিশভ পান্টের ১৩ বলে ২৭ ও হার্দিক পান্ডিয়ার ১৩ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসে ২১০ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।
জবাবে কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আফগানরা। মাত্র ১৩ রানেই সাজ ঘরে ফিরে দুই ওপেনার। এরপর রহমানউল্লাহ গুরবাজ ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিলেও সফল হতে পারেননি। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে, একের পর এক উইকেট হারাতে থাকতে আর ম্যাচ ফিরতে পারেনি মোহাম্মদ নবীর দল। যদিও, শেষদিকে ২২ বলে ৪২ করা করিম জানাতের ইনিংস হারের ব্যবধান কমায় আফগানদের। অন্যদিকে ভারতের হয়ে ৩ টি উইকেট শিকার করে মোহাম্মদ শামি।
স্কোরঃ
ভারত: ২১০/২, ২০ ওভার (রোহিত ৭৪, রাহুল ৬৯, হার্দিক ৩৫*, জানাত ১/৭, নাইব ১/৩৯)
আফগানিস্তান: ১৪৪/৫, ২০ ওভার (জানাত ৪২*, নবী ৩৫, গুরবাজ ১৯, শামি ৩/৩২, আশ্বিন ২/১৪, জাদেজা ১/১৯)