মিশ্র দ্বৈতের শিরোপা ধরে রাখলেন গতবারের চ্যাম্পিয়ন জুটি
ইউএস ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপা ধরে রাখলেন গতবারের চ্যাম্পিয়ন জুটি ইতালির সারা এরানি ও আন্দ্রেয়া ভাভাসোরি।
বাংলাদেশ সময় আজ সকালে নিউইয়র্কে তৃতীয় বাছাই ইগা সিওনতেক ও ক্যাসপার রুডকে ৬-৩, ৫-৭ (১০-৬) গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছেন এই ইতালিয়ান জুটি।
প্রথম দুই গেম দুই দল জেতার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
টানা দুই দিনে চারটি ম্যাচ জিতে শিরোপা হাতে তুলে নেন তাঁরা। এবার চ্যাম্পিয়নদের প্রাইজমানি এক মিলিয়ন ডলার (প্রায় ১২ কোটি টাকা), গতবারের থেকে যা অনেক বেশি।