খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

টেনিস ইতিহাসের রেকর্ড প্রাইজমানির টুর্নামেন্ট ঘোষণা

ইতিহাসের রেকর্ড প্রাইজমানির টুর্নামেন্ট হতে চলেছে এবারের ইউএস ওপেন। ২৪ আগস্ট, রবিবার থেকে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন।
এর আগে আজ প্রাইজমানি ঘোষণা করে প্রাইজমানির দিক থেকে এবার রীতিমতো ইতিহাস গড়েছে ইউএস ওপেন আয়োজকরা।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা।
এটিই টেনিসের ইতিহাসের রেকর্ড প্রাইজমানির টুর্নামেন্ট ঘোষণা।

২০২৪ সালের বিবেচনায় ২০২৫ ইউএস ওপেনের প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ। গত বছর প্রাইজমানি ছিল ৭৫ মিলিয়ন ডলার।

এবার পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা প্রত্যেকে ৫ মিলিয়ন ডলার পাবেন, যা আগে ৩.৬ মিলিয়ন ডলার ছিল।
টেনিসের ইতিহাসে এটাই এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ প্রাইজমানি।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের নয়, বরং শুরু থেকে বাছাইপর্ব পর্যন্ত অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের প্রাপ্য অর্থেও দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি করা হয়েছে।

মনে করা হচ্ছে, এতে খেলোয়াড়দের মাঝে অর্থনৈতিক বৈষম্য কমবে।

টেনিসের ইতিহাসের রেকর্ড প্রাইজমানির টুর্নামেন্ট ঘোষণা

দর্শক আগ্রহ ও আয়োজকদের কৌশলগত পরিকল্পনার কারণে ইউএস ওপেন এবার প্রতিযোগিতার সময়সীমা বাড়িয়ে ১৫ দিনে করেছে।

প্রতিযোগিতা শুরু হবে ২৪ আগস্ট থেকে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এবার মিক্সড ডাবলসে থাকছে নতুন ফরম্যাট, যেখানে মূল প্রতিযোগিতার আগেই দুই দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এতে অংশ নেবেন তারকা একক খেলোয়াড়রাও।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে বিলি জিন কিংয়ের নেতৃত্বে ইউএস ওপেনই পুরস্কার হিসেবে প্রথম পুরুষ-মহিলা বিভাগে সমান অর্থমূল্যের ঘোষণা করে। এরপর ২০০১ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ২০০৭ সালে উইম্বলডন ও ফরাসি ওপেনে সমতা আসে। উইম্বলডনের ক্ষেত্রে নেতৃত্বে ছিলেন ভেনাস উইলিয়ামস।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy