খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

ফিফার অভিযোগের কাঠগড়ায় বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। অভিষেকের পর থেকেই দাপট দেখিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে মাঠের বাইরের চিত্র এখন অনেকটাই ভিন্ন।
চ্যাম্পিয়ন দলটি এখন ফিফার অভিযোগের কাঠগড়ায়।

সাবেক দুই বিদেশি—রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতা ও ফরাসি ফিটনেস ট্রেইনার খলিল চাকরৌন—অর্থ না পাওয়ায় ক্লাবটির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছেন। 

কিংসের সাবেক ফরাসি ট্রেইনার খলিল এখন ওমানে রয়েছেন। সেখান থেকে তিনি বলেন,

‘গত পরশু ফিফায় অভিযোগ করেছি। তারা অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে এমন চিঠিও দিয়েছে।’

খলিল তার পাওনা সম্পর্কে বলেন,

‘বসুন্ধরা কিংসের কাছে মার্চ-মে মাসের বেতন, বোনাস (ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ) ফি এবং বেতন বিলম্ব প্রদানের জরিমানা প্রাপ্য। আমার মতোই পাওনা তিতের (রোমানিয়ান কোচ)। যখন ঢাকা ছেড়ে আসি তখন ক্লাব ম্যানেজার ওয়াসিম বলছিলেন আমাদের অর্থ দ্রুত পরিশোধ করবে। কয়েক মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে আমরা সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু না হওয়ায় ফিফায় আবেদন করতে বাধ্য হয়েছি।’

২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আর্বিভাব বসুন্ধরা কিংসের। টানা পাঁচ আসর দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এএফসি’র আসরগুলোতে ভেন্যু, সময় নিয়ে তারা কড়া চিঠি দিয়েছে।

এএফসি কাপে সূচি পরিবর্তনের জন্য এএফসি থেকে ক্ষতিপূরণও আদায় করেছে কিংস। অথচ সেই কিংসকে ফিফার কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিদেশি ট্রেইনার-কোচ।

৫ আগস্ট পরবর্তী সময়ে কিংস আর্থিক চাপে রয়েছে। এতে অনেক চুক্তিপূরণ না করে বিপাকে পড়েছে ক্লাবটি।
খলিল ও তিতের অভিযোগ এবং দেনা-পাওনা ক্লাবটির ম্যানেজার ওয়াসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

ফিফার অভিযোগের কাঠগড়ায় বসুন্ধরা কিংস

ফুটবল বিশ্বের খেলোয়াড়-কোচ ও ক্লাবের মধ্যে দেনা-পাওনা খুব স্বাভাবিক ঘটনা। এই সংক্রান্ত অভিযোগ হলে ফিফা খতিয়ে দেখে।
খেলোয়াড়-কোচের দায়েরকৃত অভিযোগ সত্য হলে ক্লাবকে একটি সময়সীমা বেঁধে দেয় পরিশোধের জন্য।

সেই সময়ের মধ্যে ক্লাব যদি সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তি না করে তখন ক্লাবের ওপর ফিফা ট্রান্সফার নিষেধাজ্ঞা কিংবা আর্থিক জরিমানা আরোপ করে।
আবার অভিযোগের প্রেক্ষিতে ক্লাব যদি কোনো তথ্য-প্রমাণ উত্থাপন করতে পারে সেক্ষেত্রে ফুটবলার-কোচের আবেদন খারিজ হওয়ার ঘটনাও আছে অনেক।

শুধু বসুন্ধরা কিংস নয়, লিগের অন্য ক্লাবও বকেয়া সমস্যায় জর্জরিত।

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এক উজবেক খেলোয়াড়ের প্রাপ্য অর্থ না দেওয়ায় ইতোমধ্যেই ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার আওতায় এসেছে।
বাফুফে ৮ আগস্টের মধ্যে পাওনা পরিশোধে সময়সীমা বেঁধে দিয়েছে। না হলে আসন্ন দলবদলে অংশগ্রহণই অনিশ্চিত হয়ে পড়বে ক্লাবটির জন্য।

এর প্রেক্ষিতে ফকিরেরপুল ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞায় পড়েছিল। যদিও এরই মধ্যে অভিযোগকৃত ফুটবলারের অর্থ পরিশোধ করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে।
আজ ফিফা থেকে ফুটবল ফেডারেশন এই সংক্রান্ত নির্দেশনা পেয়েছে।

সম্প্রতি আসন্ন মৌসুমের জন্য ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস এবং কয়েকজন ভালো মানের বিদেশি ও স্থানীয় খেলোয়াড়ও দলে নিয়েছে।

বসুন্ধরা কিংস বর্তমানে আগামী ১২ আগস্ট দোহায় সিরিয়ার ক্লাব আল-কারামার বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ প্লে-অফ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy