ইতিহাস গড়ে সিওনতেক এখন উইম্বলডনেরও রানি
পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিওনতেক ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে ট্রফি জিতলেন। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে ইতিহাস গড়ে সিওনতেক এখন উইম্বলডনেরও রানি।
ইগা সিওনতেকের ট্রফি কেসে পাঁচটি গ্র্যান্ড স্লাম ট্রফি ছিল। সেখানে অবশ্য ভেনাস রোজওয়াটার নামের ডিশটা ছিল না।
থাকবেই বা কীভাবে, পোলিশ তারকা তো এবারের আগে উইম্বলডনের ফাইনালেই উঠতে পারেনি। সেই সিওনতেক আজ ইতিহাস গড়েই প্রথমবার উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন।
অবিশ্বাস্য এক এততরফা ম্যাচে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে প্রথমবার ভেনাস রোজওয়াটার ডিশ জিতলেন সিওনতেক।
মাত্র ৫৭ মিনিটেই ইতিহাসের মাত্র তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে চ্যাম্পিয়ন হলেন অষ্টম বাছাই সিওনতেক।
এর আগে ১৯১১ সালে উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স।
এরপর ১৯৮৮ সালে নাতাশা জভেরেভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জেতেন সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ।
৩৭ বছর পর অবিশ্বাস্য এই কীর্তিতে নাম লেখালেন সিওনতেক।