খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ১৩ই জুলাই ২০২৫

বাফুফের আড়াই ঘণ্টার সভায় ম্যাচ ও কোচ নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই টুর্নামেন্টের জন্য ভারত প্রস্তুতি শুরু করেছে। এজন্য আজ (১২ জুলাই, শনিবার) বাফুফের সভা হয়। বাফুফের সেই আড়াই ঘণ্টার সভায় ম্যাচ ও কোচ নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি!

আজ জাতীয় দল কমিটির সভার অন্যতম এজেন্ডা থাকলেও বাফুফে এখনো অনূর্ধ্ব-২৩ দলের কোচ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো রয়েছে। ঐ সময় জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হাভিয়ের কাবরেরা সিনিয়র দল নিয়ে ব্যস্ত থাকবেন।
ফলে দেশি কেউ অথবা নতুন কোনো বিদেশি বিকল্প বাফুফের কাছে।

এএফসি অনূর্ধ্ব-২৩ দলের হেড কোচ হতে এএফসি প্রো লাইসেন্স প্রয়োজন।
দেশিদের মধ্যে এই সনদ রয়েছে মারুফুল হক, সাইফুল বারী টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবুর।
এই পাঁচ জনের মধ্যে দুই-তিন জন অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নিতে ইচ্ছুক নন। তাই কোচ নিয়ে খানিকটা বিপাকেই পড়েছে বাফুফে।

ট্যাকনিক্যাল ডাইরেক্টর টিটু অথবা ফর্টিজের কায়সারের অনূর্ধ্ব-২৩ দলের কোচ হওয়ার সম্ভাবনা বেশি।

এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে এবার বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। তাই আগস্টে একটি বা দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলানোর বিষয় আজকের সভায় আলোচনা হয়েছে।

অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প দেশে ফর্টিজে অথবা বিদেশেও হতে পারে। এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।
জাতীয় দল কিংবা অনূর্ধ্ব-২৩ দলের জন্য বাফুফে বছরে কোটি টাকার উপর ব্যয় করে হোটেল খরচে।

কয়েক মাসের মধ্যে ফর্টিজে ডরমেটরি ব্যবস্থা উন্নত হলে সেখানে জাতীয় দলের ক্যাম্প হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
আজ জাতীয় দল কমিটির সভা ফর্টিজে অনুষ্ঠিত হয়েছে। ফর্টিজ এফসি’র স্বত্ত্বাধীকারী শাহাদাত হোসেন জাতীয় দল কমিটির সদস্য।

বাফুফের আড়াই ঘণ্টার সভায় ম্যাচ ও কোচ নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি

আজকের সভা একটাই মূলত প্রাপ্তি ফর্টিজের স্থাপনা জাতীয় দলে ব্যবহারের প্রতিশ্রুতি পাওয়া এবং জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস।

নেপাল ফুটবল ফেডারেশন ৬ ও ৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ ঘোষণা দিয়েছিল।
আজ বাফুফে আনুষ্ঠানিক সভা করলেও সেই ম্যাচ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। দক্ষিণ এশিয়ার বাইরে একটি দেশ ইতিবাচক মনোভাব পোষণ করেছে।
আগামী তিন-চার দিন পর হামজাদের প্রীতি ম্যাচের বিষয়টি বাফুফে জানাবে।

আজ দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত মিটিং হলেও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছিল। সেই ম্যাচ নিয়ে জাতীয় দল কমিটির সদস্য এক সাবেক তারকা ফুটবলার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেছিলেন।
কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমের খান কিছু বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। কোচ না থাকায় অনেক বিষয়ে পূর্ণাঙ্গ উত্তর কিংবা ব্যাখ্যা পাওয়া যায়নি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy