খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫

ঋতুপর্ণাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অর্ধকোটি টাকা পুরস্কার

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে। ঐতিহাসিক এই অর্জনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অর্ধকোটি টাকা (৫০ লাখ) পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৭ জুলাই, সোমবার রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম আজ রাতে এক বার্তায় এমনটা জানিয়েছেন।
যেখানে বলা হয়েছে,

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার।

এর আগে গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছিল।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দিন বাফুফে ভবনে উপদেষ্টা এক কোটি পুরস্কার ঘোষণা করেন। এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবলারদের সেই অর্থ প্রদান করে।

এবার এশিয়া কাপ নিশ্চিত করার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অর্ধ কোটি টাকা বোনাস ঘোষণা করলেন।

ঋতুপর্ণাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অর্ধকোটি টাকা পুরস্কার

এবার এশিয়ান বাছাইয়ে দারুণ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭–০ গোলে হারান মেয়েরা।
দ্বিতীয় ম্যাচে আরও শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারান তাঁরা।

একই দিন তুর্কমেনিস্তান-বাহরাইন ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
সর্বশেষ তুর্কমেনিস্তানের সঙ্গে ৭-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেন আফঈদা- ঋতুপর্ণারা।

বাফুফে গতকাল হাতিরঝিলে গভীররাতে সংবর্ধনা দিলেও আর্থিক কোনো ঘোষণা আসেনি।
নতুন পুরস্কার ঘোষণা তো দূরের কথা, সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঘোষিত দেড় কোটি টাকা এখনো দিতে পারেনি ফেডারেশন কর্তারা।

অথচ ফেডারেশনের কর্তারা (বিশেষ করে একজন সহ-সভাপতি) শুধু মিডিয়ায় আধুনিকতা, পেশাদারিত্বর বুলি আওড়ান!

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনে সাফল্য আসলে তিনি তাৎক্ষণিক পুরস্কার ঘোষণা করেন।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে ক্রীড়াবিদদের।

ঋতুপর্ণাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অর্ধকোটি টাকা পুরস্কার

উল্লেখ্য, এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের অতীত সুখকর ছিল না।

এবারের আগে ২০২২ ও ২০১৪ আসরে পাঁচ ম্যাচে একটিও জয় পায়নি। উল্টো হজম করে ২৫ গোল।
এবার সেই তিক্ততা ভুলে নতুন ইতিহাস লিখেছেন বাংলাদেশের মেয়েরা।

‎আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি এশিয়ান কাপের ২১তম আসর। ১২ দলের সেই লড়াইয়ে আছে বাংলাদেশও।

সেই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের সুযোগ থাকবে ২০২৭ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার। বাংলাদেশ এখন সে সুযোগও কাজে লাগাতে চায়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy