অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
ছেলেদের পর আজ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের সেমিফাইনালে নিজেদের অবস্থান বাংলাদেশের মেয়েরাও নিশ্চিত করেছে।
এবারই প্রথম এশিয়া কাপ খেলতে গেছে তারা। আর প্রথমবারই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে। তাই মেয়েদের জন্য এই প্রাপ্তিটা একটু বেশিই মর্যাদারা।
আজ চীনের দাজহুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। তাতেই তারা প্রথমবারের মতো এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নেয়।
তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কাটল তারা।
পুল ‘এ’–তে থাকা চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। একে আছে জাপান। তাদের পয়েন্ট ৯।